তালা প্রতিনিধি তালা উপজেলার জালালপুর ইউনিয়নে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ২শত হতদরিদ্র মানুষের মাঝে কাজের বিনিময়ে অর্থ প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে দক্ষিণ-পশ্চিম উপকূলের দুর্গত মানুষদের জন্য জরুরী সহায়তা’ প্রকল্পের আওতায় “স্টার্ট ফান্ড ও এফসিডিও” এর সহযোগিতায় বে-সরকারী সংস্থা ‘উত্তরণ’ উপজেলার দোহার, গৌতমকাটি,সাতপাকিয়া, তেঘরিয়া ও আটুলিয়া মানুষের মাঝে উক্ত অর্থ বিতরণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অর্থ বিতরণ করেন তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক। এ সময় তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিদ আমিন শাশ^ত, মোঃ রেজওয়ান উল্লাহ, পার্থ কুমার দে, উত্তরণের ইকবাল হোসেন লাভলু, তীর্থ কুমার দেন, মির্জা মনিরুল ইসলাম, মোঃ আল আমিন, মোঃ আফজাল হোসেন, জিএম মুজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত ৫ গ্রামের ২০০ জন অংশগ্রহণকারী হতদরিদ্র মানুষ ২০ দিন কাজ শেষে দিনপ্রতি ৩শত টাকা করে মজুরী পাবেন। এরমধ্যে মঙ্গলবার প্রত্যেক অংশগ্রহণকারীকে ১ম ৭দিনের মজুরী প্রদান করা হয়।




Leave a Reply

Your email address will not be published.