সমাজের আলো : স্কুল কলেজ পড়ুয়া ছেলেদের মাদক সেবন ও জঙ্গিবাদসহ বিভিন্ন ধরণের খারাপ কাজ থেকে বিরত রাখতে এই প্রথম সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের উদ্যোগে ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৯নভেম্বর) রাতে থানা চত্বরে ওই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ¦ মীর খায়রুল কবীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন। অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলায় উপস্থিত ছিলেন-কলারোয়া থানার এসআই শাহাজাহান কবীর, ইসমাইল হোসেন, কেএম রেজাউল করিম, রঞ্জন কুমার মালো, আবু সাঈদ, মাহতাব উদ্দিন, এএসআই আলাউদ্দিন, নাছির উদ্দিন, আলী হাসান, জসিম উদ্দিন, মেসবাহ উদ্দিন, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি ডেইলি অবজারভার পত্রিকার সংবাদদাতা জুলফিকার আলী, পৌরসভা ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোবাশে^র আলম হেলাল, কলারোয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনায়েত খান টুন্টু, খান বিল্লাল হোসেন, ব্যাডমিন্টন ক্লাবের সদস্য আবু জাফর ভুট্টো, আজিজুল ইসলাম, সজিব, হুমায়ুন কবির, শুভ্রত, আরিফ, পিটার, আলমগীর, নাফিজ, জিসানসহ স্থানীয় গণ্যমান্যরা। খেলা শেষে চ্যাম্পিয়ন দল-সাইফুল-ইরানকে পুরস্কার প্রদান করা হয়। একই সাথে রানার্সআপ দলকেও পুরস্কার প্রদান করা হয়। সমগ্র খেলাটির ধারাভাষ্যকার ছিলেন-কলারোয়া থানার কম্পিউটার অপারেটর রইচউদ্দিন। এদিকে আয়োজক কমিটি জানায়, স্কুল কলেজ পড়ুয়া ছেলেদের মাদক সেবন ও জঙ্গিবাদসহ বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে রিবত রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.