পলাশ কর্মকার  : দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দিন ব্যাপী গ্রামীণ ঐতিহ্য পিঠা উৎসব পালিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি খান মাছুম বিল্লাহ । বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দীঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহাবুবুল আলম ও আলহাজ্ব সারোয়ার খান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো:শফিকুল ইসলাম ও লিলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে কে এমন সাখাওয়াত হোসেন, মোঃ ইদ্রিস আলী হাওলাদার ও আব্দুর রাজ্জাক মোল্লা, সহঃ শিক্ষক মোঃ আমিনুর রহমান, রীত রানী দাস, কাজী মাহমুদা আক্তারী।
উৎসবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
তাদের তৈরি বিভিন্ন প্রকার পিঠার পশরা সাজিয়ে বসে। গএলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবের যোগ দেয়।
উৎসবে পিঠা প্রদর্শনের পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *