সমাজের আলো : দিনাজপুর কারাগারে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি কার্যকর হয়েছে। বুধবার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে দিনাজপুর জেলা কারাগারে আব্দুল হক নামে একব্যক্তির এই ফাঁসি কার্যকর করা হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ছাড়াও রংপুর ডিআইজি (প্রিজন) আলতাফ হোসেন, কারা চিকিৎসকসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে আব্দুল হকের পরিবারের ১৫ সদস্য (নিকটআত্মীয়) শেষ সাক্ষাত করেন। তারা তার সাথে দীর্ঘ প্রায় এক ঘণ্টা ধরে কথা বলেন এবং খাবার খাইয়ে চলে যান। এরপর সন্ধ্যায় জেলা কারাগার মসজিদের ইমাম কারা অভ্যন্তরে গিয়ে আব্দুল হককে অজু, গোসলের পর তওবা পাঠ করান। ফাঁসি কার্যকরের পর মৃত্যু নিশ্চিত হলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
কারা সূত্রে জানা গেছে, ফাঁসি কার্যকর হওয়া আব্দুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর চৌধুরীপাড়া এলাকার মৃত আছির উদ্দীনের ছেলে। আব্দুল হক ২০০২ সালে ফেব্রুয়ারি মাসে তার স্ত্রীকে হত্যা করে।




Leave a Reply

Your email address will not be published.