রবিউল ইসলামঃ সাতক্ষীরার উপকূলীয় দেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর। বঙ্গোপসাগরে সৃষ্ট যেকোনো প্রাকৃতিক দুর্যোগ প্রথমেই আঘাত হানে এ উপজেলায়। প্রাকৃতিক দুর্যোগের আঘাতে অসহায় হয়ে পড়া এ উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিডিও ইয়ুথ টিম’। উপকূলজুড়ে মানুষের জন্য দাপিয়ে বেড়ায় এ টিমের ৬০০ সদস্য। অসহায় মানুষদের জন্য কখনো খাদ্য নিয়ে ছুটছেন ঘরে আবার কখনো উপকূল রক্ষা বাঁধ সংস্কারে ভূমিকা রাখছেন তারা। করোনা মহামারিতেও সামনের সারিতে ভূমিকা রেখেছে টিমটি। ২০১১ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখা ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থার (সিডিও) যাত্রা শুরু হয়। এর পর থেকেই সামাজিক ও মানবিক নানামুখী কাজে অংশগ্রহণ করতে থাকেন সংস্থাটির সদস্যরা। ২০১৭ সালে এর শাখা সংগঠন হিসেবে গঠন করা হয় আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম। উপজেলার ১২টি ইউনিয়ন ও তিনটি কলেজের ১৫টি ইউনিটে সিডিও ইয়ুথ টিমের সদস্য সংখ্যা এখন ৬০০। যারা মানবিক হয়ে স্বেচ্ছায় ঝাঁপিয়ে পড়েন দুর্যোগ-দুর্দিনে। কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সিডিও ইয়ুথ টিমকে ২০১৯ সালের ১ নভেম্বর শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে ‘উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠন’ হিসেবে সম্মাননা প্রদান করে। শ্যামনগর উপজেলায় এ স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিডিও ইয়ুথ টিমের’ প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান ও সভাপতির দায়িত্ব পালন করছেন ওসমান গণি সোহাগ। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন, ‘আমাদের উপকূলের মানুষ সব সময় সুবিধাবঞ্চিত। প্রাকৃতিক দুর্যোগে নানাভাবে ক্ষতিগ্রস্ত উপকূল। শিক্ষা থেকেও বঞ্চিত। জলবায়ু পরিবর্তনের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এ উপকূলের বাসিন্দারা। মূলত মানুষের দুর্দিন উপলব্ধি করে প্রাকৃতিক দূর্যোগে সহায়তা করা, উপকূলীয় বৈচিত্র্য রক্ষা, শিক্ষায় অবদান রাখাসহ হতদরিদ্র মানুষের জন্য মানবিক হয়ে পাশে দাঁড়াতে সংগঠনটি করেছি।’ গাজী আল ইমরান আরো বলেন, ‘মানবিক বিভিন্ন কাজগুলো আমরা এখন নিজস্ব অর্থায়নে করে থাকি। যদি কোনো পৃষ্ঠপোষক থাকত তবে সংগঠনটি আরো এগিয়ে যেত। জনসচেতনতামূলক বিভিন্ন সময়ের গ্রোগ্রামগুলো করার সময় স্থানীয় এনজিও সংস্থা বারসিক মাঝেমধ্যে ব্যানার তৈরি, মাইক ভাড়া এসব দিয়ে সহায়তা করে। তা ছাড়া, আমাদের নিজস্ব কোনো ফান্ড নেই।’ উপকূলজুড়ে মানুষের জন্য সিডিও ইয়ুথ টিমের পরিচালিত কার্যক্রমগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুমূর্ষু রোগীদের জন্য রক্ত জোগায় করে দেয়া। গত এক বছরে ৯৭০ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। করোনাকালীন বিদেশফেরত মানুষকে হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ ও হাতে সিল মারা দায়িত্ব পালন, নিজস্ব অর্থায়নে এক হাজার মানুষকে খাবার দেয়া, প্রাকৃতিক দুর্যোগ আম্পান ও বুলবুলের সময় উপকূলীয় ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজে অংশগ্রহণ, এ ছাড়া বেড়িবাঁধ রক্ষার কাজে অংশ নেয়া হাজার হাজার মানুষের খাওয়ানোর কাজে সহায়তা করে থাকে। এ ছাড়া উপজেলার আটুলিয়া, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, গাবুরা ও কাশিমাড়ি ইউনিয়নের পাঁচটি স্থানে মানবতার পাঠশালা পরিচালনা, শ্যামনগর সদর ও ভেটখালি বাজারে মানবতার ঝুড়ি স্থাপন। সোয়ালিয়া থেকে গোপালপুর সড়কে এক কিলোমিটার বনায়ন করা উল্লেখযোগ্য। সিডিও ইয়ুথ টিমের সভাপতি ওসমান গণি সোহাগ জানান, এসব কার্যক্রম ছাড়াও জেলা প্রশাসনের আহ্বানে উপজেলাজুড়ে ১২ হাজার তালবীজ বপনের কাজ করছেন সিডিও ইয়ুথ টিমের সদস্যরা। উপজেলায় এখন সিডিও ইয়ুথ টিমের ৬০০ সদস্য রয়েছেন। যারা যেকোনো ভালো কাজের সঙ্গে থেকে সহযোগিতা করেন। করোনার সময়েও উপজেলা প্রশাসনের নেতৃত্বে সামনের সারিতে থেকে কাজ করেছেন টিমের সদস্যরা। কারো কাছ থেকে কোনো টাকা নিয়ে নয়, স্বেচ্ছাশ্রমের মাধ্যমেই উপকূলীয় বাসিন্দাদের পাশে থেকেছে সব সময়। ওসমান গণি সোহাগ বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের নিবন্ধন নিয়ে আমরা শ্যামনগর উপজেলাব্যাপী কাজ করে যাচ্ছি। সিডিও যুব উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র, নারী উদ্যোক্তা কেন্দ্র করে তরুণ ও নারীদের স্বাবলম্বী করার কাজ করছি। এটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। কোনো দাতা সংস্থা না, আমরা নিজেরাই স্বেচ্ছাসেবীরা যে যা পারি তা-ই নিয়ে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছি। আমরা একটি স্বেচ্ছাসেবীবান্ধব বাংলাদেশ উপহার দিতে চাই।’ শ্যামনগর যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আজিজুল হক বলেন, মূলত ইয়ুথ টিমের নেতৃস্থানীয়রা তরুণ ছেলেমেয়েদের ঐক্যবদ্ধ করে। তারপর তাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে তাদের স্বাবলম্বী করার জন্য কাজ করছে। এ ছাড়া যেকোনো আপৎকালীন সময়ে প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান বলেন, ‘সিডিও নামে শ্যামনগর উপজেলায় তারা রেজিস্ট্রেশন নিয়ে সিডিও ইয়ুথ টিম গঠন করে। জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনাসহ দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো ও ত্রাণ দেয়ার কাজ করেছে। নতুন প্রজন্ম ও সবাই তরুণ। অসহায় মানুষদের সহযোগিতা করে বিভিন্নভাবে। আমাদের দৃষ্টিতে তারা ভালো কাজ করছে।’ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী বলেন, সিডিও ইয়ুথ টিমের সদস্যরা করোনার সময় ভূমিকা রেখেছে, আম্পানের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে, গরিব-দুঃখী মানুষরা যেন বিনামূল্যে খেতে পারে সে জন্য মানবতার ঝুড়ি স্থাপন করেছে, ব্লাড ডোনেশনের একটি গ্রুপও রয়েছে এই যুব সংগঠনটির। আবুজর গিফারী আরো বলেন, এ ছাড়া সোশ্যাল ওয়েলফেয়ার যে কাজ রয়েছে সেগুলো তারা করে থাকে। প্রশাসনকে বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবী হয়ে সহযোগিতা করছে টিমের সদস্যরা।’




Leave a Reply

Your email address will not be published.