সমাজের আলো : ‘আইড ক্যাট স্নেক’ নামে দুর্লভ প্রজাতির এক সাপ উদ্ধার করা হয়েছে। এ প্রজাতির সাপ বাংলাদেশে তেমন একটা দেখা যায় না বলে জানিয়েছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকার কাঁঠাল বাজার এলাকা থেকে উদ্ধার করা হয় সাপটিকে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানিয়েছেন, সকালে ফোনে আমাকে জানানো হয় কাঁঠাল বাজার থেকে ট্রাকে কাঁঠাল আনার সময় একটি ধূসর রঙের সাপ এসেছে। সাপটির ভয়ে কেউ গাড়ি থেকে কাঁঠাল নামাতে পারছেন না। লোকজন সাপটিকে মারার প্রস্তুতি নেয়ার সময় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এ পর্যন্ত অনেক জাতের সাপ দেখেছি ও উদ্ধার করেছি। কিন্তু এবারই প্রথম এমন সাপ দেখলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান জানিয়েছেন, ফণিমনসা গোত্রের এটি। আমাদের দেশে এমন সাপ খুব একটা দেখা যায় না। এটি মৃদু বিষধর। এই সাপটি লম্বায় প্রায় দেড় ফুট হয়ে থাকে।




Leave a Reply

Your email address will not be published.