সমাজের আলো ; দেবহাটা উপজেলার কুলিয়ার ৪নং ওয়ার্ডে একটি নবনির্মিত ড্রেন নির্মাণ কাজ শেষ হতেই ভেঙে গেছে। নিমানের নির্মাণ সামগ্রী দিয়ে ড্রেনটি নির্মাণের ফলে তা এক সপ্তাহ টিকে থাকতে পারলো না।

সীমাহীন দুর্নীতি আর অনিয়মের বোঝা সইতে পারলো না ড্রেনটি। তাই আপন ইচ্ছায় সে ধসে পড়েছে। স্থানীয়রা জানান, কুলিয়া ৪নং ওয়ার্ডের উত্তর কুলিয়া আয়ুবের বাড়ি হতে সাইফুল মাস্টারের বাড়ি অভিমুখে লোকাল গর্ভন্যান্স প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩), ২০২০-২০২১ (বিবিজি ২য় কিস্তি) প্রকল্পের বরাদ্দ একলক্ষ টাকা ব্যয়ে ২৪.৭৫০ মি: দৈঘ্য ও ০.৬০০ মি: প্রস্থ একটি ড্রেন নির্মাণ কাজ শেষ হয় প্রায় ৪দিন আগে। কিন্তু মঙ্গলবার (২৮নভেম্বর) ড্রেনটি দুর্নীতির ভার সইতে না পেরে ভেঙে গেছে। আর এর দায় চাপানোর জন্য সংশ্লিষ্ট ইউপি মেম্বর ষড়যন্ত্র চালাচ্ছেন।এবিষয়ে কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম জানান, বিষয়টি ইউপি সদস্য মারফত জানতে পেরেছি। এবিষয়ে তদন্তপূর্বক আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published.