সমাজের আলো : নদী ভাঙনের আশঙ্কায় ভুগছে উপকুলের কয়েকটি ইউনিয়ন। আম্পানে বেড়িবাঁধ ভাঙনের পর কোন রকম দায়সারাভাবে মেরামত করলেও বেশি দিন দীর্ঘস্থায়ী না হওয়ায় ফের ফাঁটল দেখা দিয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নাজুক হয়ে পড়েছে। দেখা দিয়েছে নতুন করে ভাঙন।

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালিতে বেড়িবাঁধ যেকোন সময় ভেঙে আবার প্লাবিত হতে পারে। কয়েক দিন প্রবল জোয়ার ও বৃষ্টিপাতের কারণে বেড়িবাঁধ ভেঙে মূলবাঁধ হতে আর মাত্র এক থেকে দেড় হাত বাকি আছে। স্থানীয় নারী নেত্রী শেফালী জানান, বিগত দিনে আমরা এই ভাঙন ভাঙন করে সব অর্জন নষ্ট হয়ে গেছে। আসলে এই এলাকার মানুষ খুব অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। যে অবস্থা তৈরি হয়েছে তাতে যেকোন সময়ে প্লাবিত হয়ে এলাকা পানিতে একাকার হতে পারে। নষ্ট হয়ে যেতে পারে বর্তমান সরকারের উন্নয়নমুখী কর্মকান্ড। এজন্য বেড়িবাধটি সংস্কারের জন্য পাউবো কর্তৃপক্ষের নিকট বিশেষ দাবী জানান তিনি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু সাঈদ মোড়ল বলেন, স্থায়ীভাবে বাঁধ না করে দিলে আমাদের পক্ষে বসবাস করা সম্ভাব হবে না। প্রতিনিয় বেড়িবাঁধ ভেঙে আমাদের অর্থনৈতিক সম্পদের ক্ষতি হয়ে থাকে। সেই ক্ষতি পোষাতে হিমশিম খেতে হয়।বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল ভাঙনের খবর নিশ্চিত করে বলেন, ওখানে পাউবো’র উর্ধতন কর্মকর্তারা পরিদর্শনে আসছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাসুদ রানা বলেন, উর্ধতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবে।




Leave a Reply

Your email address will not be published.