দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেটে ক্রয়কৃত সম্পত্তি দখল পেতে রিপোটার্স ক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১মার্চ, ২০২২ ইং) বিকাল ৪ টায় সাংবাদিক সম্মেলনটি করেন টিকেট গ্রামের সুধান্য মন্ডলের ছেলে রনজিত মন্ডল। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ইং ২৭-০২-২০১৯ তারিখে টিকেট গ্রামের মৃত যাদব চন্দ্র বিশ^াসের ছেলে অরবিন্দু কুমার বিশ^াসের নিকট থেকে কুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর মৌজার ৬৪ নং দাগে সাড়ে ৮২ শতক জমি তিনি কোবালা দলিলমূলে ক্রয় করেন। ক্রয় পরবর্তী তিনি জমিতে গেলে টিকেট গ্রামের সাধু সরদারের ছেলে চন্দ্র কান্ত সরদার তাদেরকে বাধা প্রদান করলে তিনি কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের নিকট একটি আবেদন করেন। তৎকালীন দায়িত্বে থাকা চেয়ারম্যান উভয়পক্ষকে ডেকে গত ইং ০২-০২-২০২০ তারিখে একটি শালিশ বৈঠক করেন। উক্ত শালিশনামায় আমার জমি পাওনা হওয়ায় বিবাদী চন্দ্র কান্ত সরদারকে হারি হিসেবে আমার জমি ২ বছরের জন্য লীজ দেয়ার কথা উল্লেখ করা হয় এবং উক্ত শালিশনামায় ২০২২ ইং সালের জানুয়ারী মাসে আমার জমি তারা হস্তান্তর করবে বলে সিদ্ধান্ত লিখিত হয়। যার কারনে আমি যথাসময়ে আমার জমিতে গেলে বিবাদী চন্দ্র কান্ত সরদার আমার জমি না দিয়ে আমাকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। যার কারনে আমি আমার ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখলে পেতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের নিকট আবেদন জানিয়েছি। রনজিত মন্ডল যাতে তার জমিটুকু পেতে পারেন তার সুব্যবস্থা গ্রহনের জন্য তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *