দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ফারহানা পারভিন মুক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। দক্ষিন পারুলিয়া পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকা ও পারুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ফারহানা পারভিন মুক্তি শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় দেবহাটা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তার ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোকারম শেখ বিভিন্ন মহিলাদের নিকট থেকে ভাতার কার্ড করে দেয়ার নাম করে দীর্ঘদিন ধরে ৩ হাজার ও ৫ হাজার টাকা অবৈধভাবে গ্রহন করছে। এমনকি তার (ফারহানা) এর শ^াশুড়ি আনোয়ারা বেগমের নিকট থেকে বিধবার ভাতার কার্ড করে দেয়ার নাম করে ৩ হাজার টাকা নেয়। যার সকল প্রমান তার নিকট আছে ।কিন্তু কার্ড করে না দিলে ফারহানা এর প্রতিবাদ করে এবং মোকারমের বিরুদ্ধে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার নিকট অভিযোগ দেয়ার প্রস্তুতি নিলে মোকারম শেখ বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট গ্রাম পুলিশ মনোরঞ্জন কুমারের মারফতে ফারহানার বাড়িতে বসে তার শাশুড়ি আনোয়ারা বেগমের ৩ হাজার টাকা, রাঙাশিশা গ্রামের মৃত গনেশ বাছাড়ের স্ত্রী সুভাষী বাছাড়ের ৩ হাজার টাকা, কৌখালী গ্রামের দ্রোনো পরামানিকের স্ত্রী মালতি পরামানিকের ৫ হাজার টাকা ও চালতেতলা গ্রামের তাছেন আলীর স্ত্রী জরিনা খাতুনের ৩ হাজার টাকা মোকারম ফেরত দেয়। এ কারনে মোকারম দীর্ঘদিন ধরে ফারহানাকে হেয় প্রতিপন্ন ও মান সম্মান নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। ইতিপূর্বে মোকারম নাছিমা পারভিন নামে এক মহিলার নিকট থেকে প্রতিবন্ধী ভাতার সাড়ে ৭ হাজার টাকা নিয়ে নিজে আত্মসাৎ করলে নাছিমা দেবহাটা থানায় অভিযোগ দেয় এবং এ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান উপজেলা সমাজসেবা কর্মকর্তার নির্দেশনায় মোকারম আত্মসাৎকৃত সাড়ে ৭ হাজার টাকা ফেরত দেয়। সমাজকল্যান মন্ত্রনালয়ের আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা ২০২০-২১ অর্থবছরে জিটুপি পদ্ধতিতে সকল ভাতাভোগীকে মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে ভাতা প্রদানের কার্য্যক্রম শুরু হয় ।

মন্ত্রনালয়ের সাথে “নগদ” কোম্পানীর চুক্তি হলে ভাতা আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করে। তালিকা অনুযায়ী ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সুপারিশক্রমে উপজেলা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যানের অনুমোদনক্রমে সকল তালিকা নগদ কোম্পানীর কাছে হস্তান্তর করা হয় এবং প্রতিটি ইউনিয়নে মাইকিং করে নগদ কোম্পানী তাদের প্রতিনিধিদের মাধ্যমে ভাতাভোগীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাই বাছাই করে চুড়ান্ত করে। পরে নগদ কোম্পানীর কিছু ত্রæটির কারনে কতিপয় মোবাইল নং ভুল হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সকল ইউপি সদস্যদের সমন্বয়ে উপজেলার ১৫টি মাতৃকেন্দ্রের ১৫জন সম্পাদিকাকে মোবাইল নং সংশোধনের কাজে লাগানো হয়। ফারহানা বলেন, তিনি নিজেও একজন সম্পাদিকা হিসেবে সেই কাজে সহযোগীতা করেছেন মাত্র। এখানে কোন ভাতাভোগীকে অর্ন্তভূক্ত বা বাদ দেয়ার ক্ষমতা তাদের ছিলনা। কিন্তু গত ২৩জুন, ২১ ইং তারিখে কয়েকটি পত্রিকায় “দেবহাটায় দেড় হাজার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর ভাতার টাকা উধাও” শিরোনামে সংবাদে যা প্রকাশিত হয়েছে সেটা সম্পূর্নভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এছাড়া সমাজকল্যান মন্ত্রনালয় থেকে ভুল মোবাইল নং এর তালিকা চেয়ে পাঠালে ইতিমধ্যে উপজেলা সমাজসেবা অফিস থেকে ১০৫জনের তালিকা মন্ত্রনালয়ে প্রেরন করা হয়েছে বলে তিনি জানেন বলে উল্লেখ করেন। তিনি উক্ত মোকারম শেখকে ভূমিদস্যূ ও সাবেক সাতক্ষীরার পুলিশ সুপারকে হত্যা চেষ্টা মামলার আসামী উল্লেখ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উপজেলা প্রশাসনের নিকট বিচার দাবী করেছেন।




Leave a Reply

Your email address will not be published.