সমাজের আলো : ছাত্রলীগের সদ্যসাবেক এক শীর্ষ নেতার মালিকানাধীন মাছের হ্যাচারীতে অভিযান চালিয়ে রুইয়া হোসেন (২৬) নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামের নূর ইসলামের ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহর নেতৃত্বে এসআই হাফিজুর রহমান, এসআই আসিফ মাহমুদ ও এএসআই সুজিত বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পারুলিয়া গার্লস হাইস্কুলের পাশ্ববর্তী একটি মাছের হ্যাচারীতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য বেঁচাকেনা করার সময় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।তবে ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে মাদক বেঁচাকেনা বা অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ার বিষয়ে কিছু জানেননা বলে দাবী ওই ছাত্রলীগ নেতা ও তার পরিবারের। তারা জানিয়েছেন, উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষনার পর ইংরেজি নববর্ষ উপলক্ষে সস্ত্রীক কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন ওই ছাত্রলীগ নেতা।তাছাড়া হ্যাচারীতে বছরের কয়েকমাস মাছের ব্যবসা হয়, বাকি সময় হ্যাচারীটি বন্ধ অবস্থায় পড়ে থাকে। হয়তো সেই সুযোগে মাদক ব্যবসায়ীরা তার ব্যবসা প্রতিষ্ঠানের পরিত্যক্ত এলাকায় ঢুকে এসব অপকর্মে লিপ্ত হতে পারে বলেও জানিয়েছেন ওই ছাত্রলীগ নেতা ও তার পরিবার।অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই আড্ডাখানায় মজুদ থাকা বাকি ইয়াবা ট্যাবলেট নিয়ে পালিয়ে যায় অপর দুই মাদক ব্যবসায়ী পারুলিয়ার ভুট্টোলাল মোল্যার ছেলে মেহেদী হাসান (২০) ও খেজুরবাড়িয়ার কওছার গাজীর ছেলে মুছা হোসেন (২২) সহ তাদের সাঙ্গপাঙ্গরা।পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, উপজেলার পারুলিয়াতে অবস্থিত উপজেলা ছাত্রলীগের সদ্যসাবেক এক শীর্ষ নেতার মালিকানাধীন মাছের হ্যাচারীর পরিত্যক্ত ভবনে নিয়মিত মাদকের আড্ডা বসছে এবং সেখান থেকে ইয়াবা, ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য বেঁচাকেনা চলছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীদের কয়েকজন মাদকদ্রব্য সাথে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই মাছের হ্যাচারীর সামনের ইটসোলিং রাস্তা থেকে মাদক ব্যবসায়ী রুইয়া হোসেনকে গ্রেফতার করা হলেও কৌশলে হ্যাচারীর দেয়াল টপকে পালিয়ে যায় অন্যান্য মাদক ব্যবসায়ীরা।পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রুইয়াকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে এবং তার অন্যান্য সহযোগীদের সম্পর্কে পুলিশকে সুষ্পষ্ট তথ্য দেয়।এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং-০৫) দায়ের পরবর্তী শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত রুইয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। দায়েরকৃত মামলাটিতে গ্রেফতারকৃত রুইয়াকে ধৃত আসামী এবং অপর দুই মাদক ব্যবসায়ী মেহেদী হাসান ও মুছা হোসেনকে পলাতক আসামী করা হয়েছে।দেবহাটাকে মাদকমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।




Leave a Reply

Your email address will not be published.