সমাজের আলো: থানা থেকে হ্যান্ডকাপ খুলে পালিয়েছে জাকির হোসেন (৩২) নামের এক গাঁজা ব্যবসায়ী।বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব সদস্যরা তাকে সোপর্দের জন্য দেবহাটা থানায় নিয়ে যায়।এসময় হ্যান্ডকাপ খুলে দৌড়ে পালিয়ে সের‌্যাব-৬ এর অফিসার মিজানুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় পারুলিয়া থেকে দেবহাটা উপজেলার সেকেন্দ্রারা গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে জাকির হোসেন কে গাঁজাসহ র‌্যাবের একটি দল তাকে আটক করে ।বৃহষ্পতিবার বিকাল ৩টা ১৫ মিনিটে তাকে হস্তান্তরের জন্য দেবহাটা থানায় নিয়ে আসলে থানা ভবনের ডিউটি অফিসারের কক্ষের জানালার সাথে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে র‌্যাব ও পুলিশের সদস্যরা লেখালেখি করছিল।এ সময় থানায় নেয়ার ৮মিনিটের মাথায় ৩টা ২৩ মিনিটে সুযোগ বুঝে হ্যান্ডকাপের হাতের অংশটি খুলে দৌড়ে থানা ভবন থেকে রাস্তায় বেরিয়ে পালিয়ে যায় জাকির। তাৎক্ষণিক দায়িত্বরত র‌্যাব ও পুলিশ সদস্যরা তার পিছনে ধাওয়া করলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়।এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, সম্ভবত হ্যান্ডকাপটি ত্রুটি থাকায় থানায় সোপর্দের আগেই আসামি কৌশলে পালাতে সক্ষম হয়।সিসি ক্যামেরার তথ্যানুযায়ী থানায় নিয়ে আসার ৮ মিনিট পরই পালিয়ে যায় জাকির, তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে অভিযান চলছে।




Leave a Reply

Your email address will not be published.