সমাজের আলো : দেবহাটায় পরিবহনে পাঠানোর প্রাক্কালে ৯০ কেজি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত চিংড়ি ইছামতি নদীতে ফেলে বিনষ্ট করেছে প্রশাসন।

ঘটনা সূত্রে জানা যায়, সাতক্ষীরার আশাশুনি উপজেলা থেকে ইঞ্জিনভ্যান যোগে গাজীরহাট বাজারের পরিবহন কাউন্টারে চিংড়ি আনা হয়। এসময় স্থানীয় জনতা উক্ত ভ্যানের ককসিটে কি আছে জানতে চাইলে চালক তালবাহানা করতে থাকে। পরে জনতার তোপের মুখে ওই বক্স খোলা হলে পুশ করা মাছ দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, নওয়াপড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, মেরিন ফিসারীজ অফিসার সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে উক্ত মাছ পরীক্ষা করে অপদ্রব্যের প্রমান পায়। এসময় মাছের কোন মালিক না পাওয়ায় ভ্যান ভর্তি মাছ ইছামতি নদীতে ফেলে বিনষ্টের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
উল্লেখ্য, গাজীরহাট বাজারের পরিবহন কাউন্টারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পুশকৃত মাছ রপ্তানির পাশিপাশি মাদকদ্রব্য পাঠানোর অভিযোগ দীর্ঘদিনের। সাম্প্রতিক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি নিয়ে তোলপাড় হওয়ার পর ৭ ককসিট পুশ মাছ জব্দ হয়। এ ঘটনায় পরিবহনে চিংড়ি রপ্তানি বন্ধের দাবি করেছেন সচেতন মহল।




Leave a Reply

Your email address will not be published.