আশরাফুল ইসলাম,দেবহাটা : মৎস্য সেডের আশেপাশের এলাকা ভারতীয় গলদা রেনু বিক্রির নিরাপদ রুট হিসেবে চলছে। গত কয়েকদিন যাবৎ একটি সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত নদী ইছামতি থেকে চোরাই পথে পার হয়ে এই সমস্ত এলাকায় দেশীয় গলদা রেনুর আদলে একটি অশুভ চক্র এই ভারতীয় রেনু বিক্রি করছে। বৃহষ্পতিবার এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশে এসআই হাফিজুর রহমান ৪৪ টি পলিথিনে ভর্তি ভারতীয় গলদা রেনুসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা হয়েছে । পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়া মৎস্য সেডে ভারতীয় গলদা রেনু বিক্রি হচ্ছে বলে খবর পান। সিন্ডিকেটটিকে ধরার জন্য গোয়েন্দা নজরদারির চালানো হয়। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই হাফিজুর রহমান ২২/০৪/২০২১ তারিখ দেবহাটা উপজেলার বকুলিয়া আশুমার্কেট নামক স্থানে তিন রাস্তার মোড়ে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের উপর থেকে ৪৪ টি ভারতীয় গলদা রেনুর পলিথিনের বড় বলসহ পিকআপ আটক করা হয়। এসময় ৪জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোবিন্দ সরকারের ছেলে পরিমল সরকার (৩৫), একই উপজেলার খগেন কুমারের ছেলে হারাধন (৪৫), একই উপজেলার সোবহান মোড়লের ছেলে সাগর হোসেন (৩০) ও একই উপজেলার ইয়াছির আরাফাতের ছেলে মেহেদী হাসান। তাদের বিরুদ্ধে এসআই হাফিজুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় ০৯ নং মামলা দায়ের করেছেন। ওসি বিপ্লব কুমার সাহা জানান, দীর্ঘদিন এই চক্রটি কুলিয়া এলাকায় ভারতীয় গলদা রেনু এনে বিক্রি করছে। এতে দেশীয় রেনু ক্ষতিগ্রস্থ হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published.