দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজায় নিরাপত্তা বিষয়ে সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৩০ সেপ্টেম্বর, ২১ ইং) সকাল সাড়ে ১০ টায় দেবহাটা থানা মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ, দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন ও দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় দেবহাটা ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা থানার সেকেন্ড অফিসার মোবাশে^র হোসেন, এসআই নুর মোহাম্মদ, এসআই হাফিজ মাহবুব, এএসআই সুজিত বিশ্বাসসহ উপজেলার ৫টি ইউনিয়নের ২১টি দূর্গা পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। দেবহাটা থানায় সব যোগদানকৃত ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, দূর্গা পূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব সার্বজনীনভাবে উদযাপন করা হয়। সকল ধর্মের মানুষেরা একসাথে এই উৎসব উদযাপন করা হয়। তবে এবছর সরকারী নির্দেশনা মেনে সকলকে দূর্গা পূজা উদযাপন করার আহবান জানিয়ে ওসি বলেন, যাতে সুন্দরভাবে এই উৎসব উদযাপন করা যায় সেজন্য প্রশাসনের পাশাপাশি সকল মন্দির কমিটিকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করতে হবে। প্রধান অতিথি সিনিয়র এএসপি জামিল আহমেদ বলেন, দূর্গা পূজা শান্তিপূর্নভাবে উদযাপন করতে পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তারপরেও সকলকে সতর্ক থাকতে যাবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এসময় শেষে সকলের উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।




Leave a Reply

Your email address will not be published.