আশরাফুল ইসলাম : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২০২১-২২অর্থ বছরে ৩য় পর্যায়ে দেবহাটা উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নে ৫৫জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হবে বলে জানানো হয়েছে। আর এঘরগুলো আগামী ২১জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী উদ্ধোধন করার পরে সংশ্লিষ্ট উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। মঙ্গলবার ১৯জুলাই,২২ ইং সকাল ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলা পরিষদ মিলনায়তনে এ তথ্য জানান।

দেবহাটা উপজেলা প্রসাশনের আয়োজনে আয়োজিত উক্ত প্রেস কনফারেন্সে ব্রিফিংয়েকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা কৃষি ব্যাংক ম্যানেজার বিষ্ণুপদ মন্ডল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, দেবহাটা রিপোটাস ক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক মুকুল, অর্থ সম্পাদক আবীর হোসেন লিয়ন প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষনা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহনির্মানের মাধ্যমে পুনর্বাসনের প্রকল্প গ্রহন করা হয়েছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *