সমাজের আলো : আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টা থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসপায়ার টু ইনোভেট ( এটুআই) ও মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় এবং জেলা প্রশাসন, সাতক্ষীরার আয়োজনে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন উপসচিব মনোয়ার মোর্শেদ। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা এবং সদর ও আশাশুনি উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান। অভিযোগ প্রতিকার ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা ও প্রশিক্ষণ প্রদান করা হয় জেলা ও উপজেলার কর্মকর্তাদের। পাইলটিং প্রকল্প হিসেবে সাতক্ষীরা জেলার সদর ও আশাশুনি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গৃহীত হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.