সমাজের আলো : শুরু হয়েছে শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত শোকের দিন। এই দিনে বাঙালির মুক্তি আন্দোলনের মহানায়ককে সপরিবারে হত্যা করা হয়। প্রতি বছরই এই মাসটিকে দেশে শোকের মাস হিসেবে পালন করা হয়। আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন মাসটিতে বিভিন্ন আয়োজন করে থাকে।গত বছর করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে দিবসটি পালিত হয়। এ বছরও করোনার মহামারি চলাকালীন দিবসটি পালন করতে যাচ্ছে বাঙালিরা। এ বছর জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সব অনুষ্ঠানে টহলে থাকবে র‌্যাপিড অ্যাকশ ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সকলকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।

রোববার সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহদাতবার্ষিকী পালন করতে যাচ্ছি। এ উপলক্ষে আজকের সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো জাতীয় শোক দিবসে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাও সেদিনের জন্য করা হবে। ঢাকার বনানীস্থ কবরস্থানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হবে




Leave a Reply

Your email address will not be published.