সমাজের আলো : সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৮ জনে।রোববার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে নতুন করে আরও ২১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৭ হাজার ৩৩২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৮ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন।এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ১২২ জনের দেহে।

এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ লাখ ১৫৬ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৮৬৬ জন।এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) বিশ্বে মারা যায় আরও ৭ হাজার ৩৬ জন। অন্যদিকে শনাক্ত হয় ৭ লাখ ২৯ হাজার ৪৮৮ জন।




Leave a Reply

Your email address will not be published.