সমাজের আলো : দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৯৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। সাত দিনের মধ্যে তিন দিনই এক হাজারের কম রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ১৪ হাজার ৫০০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৭ জন। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ১৮ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনে মধ্যে ১০ জন পুরুষ ও ৭ জন নারী। এর আগে গত বৃহস্পতিবার দেশে করোনায় ২৮ জনের মৃত্যু হয়। সেদিন ১ হাজার ১৪ জন রোগী শনাক্ত হয়। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার।




Leave a Reply

Your email address will not be published.