সমাজের আলো : নতুন বছরের প্রথম দিনে সাতক্ষীরায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন বই বিতরন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্তী ও অভিভাবকদের হাতে উক্ত বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত বই বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস প্রমুখ। পরে অতিথিরা সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। সাতক্ষীরা জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সাতক্ষীরা জেলায় মাধ্যমিক স্তরে জেলার চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে ৩২ লাখ ৫০ হাজার পিচ বই এবং প্রাথমিক স্তরের ৯ লাখ ৫০ হাজার পিচ বই বিতরন করা হবে।




Leave a Reply

Your email address will not be published.