কলারোয়া,প্রতিনিধিঃ কলারোয়া থানায় ৫০ বছরের ঐতিহ্য নিয়ে গড়ে ওঠা দমদম বাজার। ৯নং হেলাতলা ইউনিয়নের গণপতি পুর,চেড়াঘাট, দামোদর কাটি, ঝাঁপাঘাট, এবং ৫নং কেড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা বোয়ালিয়া, সাতটি গ্রাম নিয়ে এখানে গড়ে ওঠে সাপ্তাহিক দুটি হাট। বাজার উন্নয়ন প্রকল্পে জন্য বাংলাদেশ সরকার গ্রামীণ উন্নয়ন প্রকল্পে ২০০৪ সালে কেয়ার বাংলাদেশ এর আওতায় ১৬ লক্ষ ২০ হাজার ৩৬৭ টাকার কাজ করে দমদম পশ্চিম পাশের বাজার প্রকল্পে। তার১৫থেকে ২০ বছর পরে। ২০২০ দেশব্যাপী বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ২৫ লক্ষ টাকার ৪ তলা ফাউন্ডেশনে দুতলা ভিত্তি স্থাপন প্রকল্প হাতে নেয় দমদম বাজারের উন্নয়নের স্বার্থে। বিগত ২০০৪ সালে আসা প্রকল্পের খুলে রাখা টিন এবং রড একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে রাতারাতি লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। স্থায়ী ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় প্রায় ছয় থেকে সাত লাখ টাকা হতে পারে এই টিনও রডের বাজার মূল্য। এ বিষয়ে দমদমা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন তারা এ বিষয়ে কিছুই জানেন না। তবে খোজ নিয়ে জানা গেছে, এলজিইডির উপজেলা নির্বাহী প্রকৌশলী নাজমুল হোসেনের সাথে স্থানীয়রা যোগসাজস করে উক্ত বাজারের কোটি টাকার সম্পদ রাতের আধারে বিক্রি করে দেয়া হয়েছে। তিনি এখন নিজিকে বাঁচাতে লাগামহীন কথা বলে যাচ্ছেন। হুমকিও দিচ্ছেন তার অনুসারী ওই অফিসের কার্য সহকারী জাকির হোসেন। পটুয়াখালী জেলা থেকে আসা এই জাকির হোসেন কলারোয়ার ওই এলাকায় বিয়ে করে শিকড় গড়ে তুলে দেদারছে দূর্নীতি করে যাচ্ছেন। কাজে ফাকি দিয়ে বিভিন্ন ঠিকাদরদের নিকট থেকে উৎকো নিয়ে উপজেলা প্রকৌশলীকে তুষ্ট করে আসছেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডি কর্মকর্তা নাজমুল হোসেন জানান তিনি বিষয়টি শুনেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে দেখার জন্য বলেছেন । খোঁজ নিয়ে জানা যায়, দমদমা কাঁচাবাজারের পুরাতন টিনসেট ভেঙে ওখানে ২ কোটি ২৫ লক্ষ টাকার নতুন দুই তালা ভবনের উদ্বোধন করার পর থেকে একটি চক্র প্রকাশ্যে এই টিন সেট ভেঙে নিয়ে বিভিন্ন ভাঙ্গারীর দোকান বিক্রয় করে দেয়। বিষয়টির যাচাইয়ের জন্য সোনাবাড়িয়া বাজারে গেলে বিষয়টির সত্যতা পাওয়া যায়। শুধুমাত্র একটি ভাঙ্গারির দোকানেই পাওয়া গিয়েছে ৭০০ কেজি কেনার তথ্য। ২৬ টাকা কেজি দরে কিনেছে সেই ব্যবসায়ী। এই বিষয়ে তালা কলারোয়া সংসদ সদস্য অ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ বলেন, যে কোনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তার সরকার ব্যবস্থা নেবে। এদিকে এলাকাবাসী জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসনের বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.