সাতক্ষীরা প্রতিনিধি ঃ নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। সোমবার সকালে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প মাল্য অর্পণের মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির ।
পরে সেখানে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা মহিলা আওয়ামলীগের সাধারন সম্পাদিকা জোছনা আরাসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধু ম্যুড়ালে পুষ্প মাল্য অর্পণ করেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আতœজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *