হাফিজুর রহমান শিমুলঃ নিজের দায়িত্ব ও কর্তব্যজ্ঞানে দেশের কল্যাণে কাজ করতে হবে। গ্রাম পুলিশ বর্তমানে পূর্বের তুলনায় অনেক শক্তিশালী। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১২ টায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক প্যারেডে বক্তব্যকালে কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা একথা বলেন। তিনি আরও বলেন-প্রতি সপ্তাহে এলাকার অবস্থা সর্ম্পকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে। সংশ্লীষ্ট ইউনিয়নে খারাপ চরিত্রের লোকের গতিবিধি লক্ষ্য করবেন এবং মাঝে মাঝে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন। পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোন সন্দেহ জনক ব্যক্তির উপস্থিতি সর্ম্পকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন। ইউনিয়নে লুকিয়ে থাকা কোন ব্যক্তি ,যার জীবন ধারনের জন্য প্রকাশ্য আয় নেই বা যার নিজের পরিচয় ও চলাফেরা সন্তোষজনক নয় এমন ব্যাক্তিদের সম্পর্কে তথ্য নিতে হবে। এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিরোধ, দাংগা -হাংগামা বা তুমুল কলহ সৃষ্টি করতে এবং জনগনের শান্তি বিঘ্নিত করতে পারে এমন পরিস্থিতি পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি কালিগঞ্জ থানাকে সন্ত্রাস, জঙ্গী, মাদক ও দালালমুক্ত করে মানবিক সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে চাই। প্রয়োজন আপনাদের যথাযথ সহযোগীতা।




Leave a Reply

Your email address will not be published.