সমাজের আলো: নারী সহকর্মীকে ধর্ষণ, ত্রাণের টাকা লোপাট, ফায়দা লোটার রাজনীতি, শীর্ষ কয়েক নেতার স্বেচ্ছাচারিতা নিয়ে নূর-রাশেদদের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে বিরোধ প্রকট হয়ে উঠেছে। শীর্ষ তিন নেতা নুরুল হক নূর, রাশেদ খান, ফারুককে অবাঞ্ছিত ঘোষণা করে ২২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার প্রেক্ষাপটে এবার একের পর এক পদত্যাগ শুরু করেছেন নেতারা। কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা, খুলনাসহ বিভাগীয় পর্যায়ের নেতারা গণপদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে ঢাকা মহানগর কমিটির নেতাদের পদত্যাগের ঘটনা ধামাচাপা দিতে নূর রাশেদরা কৌশলে কমিটি বিলুপ্ত বলে ঘোষণাও দিয়েছেন। এর আগে এর আগে গত ১৫ অক্টোবর সহকর্মী নারীদের ধর্ষণ, নারী লাঞ্ছনা, ত্রাণের টাকা লুটপাট, ফায়দা লোটার রাজনীতি, আর শীর্ষ কয়েক নেতার স্বেচ্ছাচারিতায় ভেঙ্গে যায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। একই সঙ্গে কোটা সংস্কার ও সড়ক আন্দোলনে আলোচিত এ সংগঠন থেকে অপকর্মের জন্য শীর্ষ তিন নেতা নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করে ২২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়




Leave a Reply

Your email address will not be published.