সমাজের আলো : নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌ’দি প্রবাসী জামাল হোসেনকে হ’ত্যার দায় স্বী’কার করেছে তার স্ত্রী’, ছে’লে ও মে’য়ে। পারিবারিক ক’লহের জে’র ধরে এ ঘ’টনা ঘটে।বৃহস্পতিবার’ বিকেলে’ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবতাবুজ্জান ও কাউছার লমের পৃথক দুটি আদালতে হ’ত্যার দায় স্বী’কার করে নি’হত প্রবাসী জামাল হোসেনের স্ত্রী’ শারমিন আক্তার ডলি, ছেলে তানভীর হাছান ডালিম ও মে’য়ে সামিয়া বেগম এমন জবানবন্দি দিয়েছেন।এ বিষয়ে ফতুল্লা’ মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই সৌদি প্রবাসী জামাল হোসেনকে পর’কীয়ার সন্দেহ করে আসছিলো তার স্ত্রী’। বিষয়টি নিয়ে তিনি ছে’লে মে’য়ের সঙ্গে পরামর্শও করতেন। গত বুধবার হ’ত্যাকাণ্ডের রাতে জামাল হোসেন বাইরে থেকে ফিরে গোসল করেন। এতে স্ত্রী’ ও সন্তানদের মনে সন্দেহ দেখা দেয়।তিনি বলেন, জামাল হোসেন যখন ঘুমিয়ে পড়েন তখন তার আসবাবপত্র’ তল্লাশি করে কিছু ক’নডম ও যৌ’ন উ’ত্তেজক ট্যা’বলেট খুঁজে পায় তারা। এ নিয়ে তাদের মধ্যে সন্দেহ আরো বেড়ে যায়। এরপর স্ত্রী’ শারমিন আক্তার ডলি ছে’লে ও মে’য়েকে নিয়ে পরামর্শ করেন সৌ’দি আরবের আ’ইনে পর’কীয়ার অ’পরাধে মৃ’ত্যু’দ’ণ্ড দেয়া হয়। তাই সৌ’দির আ’ইন কার্যকর করতে জামাল হোসেনকেও মৃ’ত্যুদণ্ড দিতে হবে।




Leave a Reply

Your email address will not be published.