সমাজের আলো । বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কর্তৃক ৮৫ মিটার দৈর্ঘ্যরে একটি আয়রন ব্রিজ মেরামতের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে তিন কোটি টাকা। ঘটনাস্থল আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তুজির বাজার। গত শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে টেন্ডারের অন্তর্ভুক্ত ওই ব্রিজটি তন্নতন্ন করেও খুঁজে পাওয়া যায়নি। তবে একটি বাঁশের সাঁকো পাওয়া গেছে। এ নিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্লার (৬৫) সাথে। ব্রিজের ব্যাপারে জানতে চাইলে তিনি বাঁশের সাঁকোটি দেখিয়ে দেন। তিনি বলেন, “এখানে ব্রিজ পাবেন কই? দুই-তিন কিলোমিটারের মধ্যেও কোনো ব্রিজ নেই। যুগ যুগ ধরে কত জনপ্রতিনিধি, কত অফিসের দ্বারে দ্বারে ঘুরেছি আমরা। কিন্তু কেউ এখানে একটি ব্রিজ নির্মাণ করেনি। প্রতিদিন শত শত গ্রামবাসী বাঁশের সাঁকো দিয়েই এই খাল পার হয়। নিজেদের উদ্যোগে এই সাঁকো তৈরি করেছি আমরা। ওই যে বাঁশের সাঁকো দেখছেন, ওটাই এখানকার ব্রিজ।” স্থানীয় যুবক মো. সজীব (২৫) বলেন, দেশটা চোরে ভরে গেছে। এই সাঁকোটিকেই কাগজে-কলমে ব্রিজ দেখিয়ে সংস্কারের নামে কোটি কোটি টাকা লোপাটের চেষ্টা চালানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এখানকার সংসদ সদস্য ছিলেন। তিনি যদি জানতে পারেন তাঁর সংসদীয় এলাকায় এ সাগর চুরি হচ্ছে, তাহলে সংশ্লিষ্ট প্রকৌশলীদের অবশ্যই আইনের আওতায় নেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.