সমাজের আলো : পাইকগাছায় ছেলের বাড়িতে অবরুদ্ধ থাকা এক কিশোরীকে উদ্ধার করেছে আনসার ও ভিডিপি সদস্যরা। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৈয়াছিটিবুনিয়া গ্রামে।জানা যায়, বুধবার সকালে চাঁদখালীর কাটাবুনিয়া গ্রামের বাবুরাম গাইন এর অপ্রাপ্ত বয়স্ক ৯ম শ্রেণি পড়ুয়া কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তাহ খানেক আগে থেকেই ছেলের বাড়িতে আটকে রাখা হয়েছে। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: আলতাফ হোসেন, ইউনিয়ন লিডার মো: ফয়সাল হোসেন, ইউনিয়ন লিডার রাজিয়া সুলতানা ও ভিডিপি সদস্য আব্দুস ছামাদ গাজী অভিযান চালিয়ে উপজেলার কৈয়াসিটিবুনিয়া গ্রামের মধু সরদারের ছেলে বিকাশ সরদার এর বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।পরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালতে ছেলের পিতাকে পাঁচ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। ছেলে ও মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে উভয়পক্ষ থেকে তিনি অঙ্গীকার নামায় স্বাক্ষর নেন এবং মেয়েটিকে তার পিতার হাতে তুলে দেন।




Leave a Reply

Your email address will not be published.