পলাশ কর্মকার,পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় দুই দিন ব্যপি ৪৫ তম জাতীয় বিজ্ঞান,প্রযুক্তি এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছেে। সোমবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

উপজেলা প্রসাশনের আয়োজনে মেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান, পাইকগাছা সরকারী কলেজের আধ্যক্ষ অসিম কুমার দাশ, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী শেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রজ্ঞন শাহা, উপজেলা সহকারী প্রগ্রামার মিদুল কান্তি দাশ, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ দে, বালক বিদ্যালেয়ের মোঃ শহিদুল ইসলাম, ফসিয়ার রহমান কলেজের সহকারী অধ্যপক আছাফুর রহমান, শফিকুল ইসলাম, প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার সিনিয়র ও জুনিয়র মিলে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, কপিলমুনি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, পাইকগাছা সরকারি কলেজ, লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, কপিলমুনি সহচারী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজ, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ ও কপিলমুনি মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, দেবদুয়ার শাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয় ভোলা নাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, কমলাপুর মৌখালী ইউনাইটেড একাডেমি, টাউন মাধ্যমিক বিদ্যালয়। ষ্টলে ফসিয়ার রহমান কলেজের স্মার্ট গ্রাম, সরকারী বালিকা বিদ্যালয় আলট্রা মডার্ন বাংলাদেশ, কপলিমুনি সহচারী বিদ্যামন্দ্রর ষ্টোলে স্মার্ট হেলমেট স্থান পায়।
এ সময় প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান করেন।2




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *