সমাজের আলো: কাশ্মীরে পাকিস্তানী সেনাদের গোলায় ভারতীয় তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েক জন। এ ঘটনায় ফের ভারত-পাকিস্তানের সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের গণমাধ্যম এনডিটিভি’র অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি)। তবে নিয়ন্ত্রণরেখায় হঠাৎ এই গুলি বর্ষণ ও উত্তেজনা সৃষ্টিকে নাটকীয় বলে আখ্যায়িত করা হয়েছে ওই প্রতিবেদনে। ভারতের অভিযোগ, কোনো ধরনের উসকানি ছাড়াই পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় হতাহতের ঘটনা ঘটে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ বলেছেন, ভারত শাসিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে বিশ্বের দৃষ্টি অন্য দিকে সরাতে নয়াদিল্লি সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে। ভারতের ভাষ্য, গত আট মাসে পাকিস্তান তিন হাজারের বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।




Leave a Reply

Your email address will not be published.