শাহিন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় দীর্ঘদিন ধরে একটি অসহায় পরিবারকে উচ্ছেদ করার জন্য চেষ্টা চালাচ্ছে স্থানীয় মুজিবর গংরা। পাটকেলঘাটা থানা প্রশাসনের সহযোগীতা চেয়েছেন বসত ভিটায় থাকা অসহায় পরিবার।মামলার বিবরণ ও সরেজমিনে জানা যায় পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের কৃষক জামাল বিশ্বাস বিনিময় সূত্রে ২৮ শতক জমি ক্রয় করে। এর মধ্যে ১৮ শতক জমি তার দখলে রয়েছে। এই জমি ক্রয় সূত্রে মরিয়ম বেগম, স্বামী ও দুই শিশু সন্তানকে নিয়ে দীর্ঘদিন যাবত বসত ঘর বেধে বসবাস করে আসছে। এই বসত ঘর থেকে তাদের উচ্ছেদ করার জন্য স্থানীয় বাবুর আলী মোড়লের পুত্র মুজিবর রহমান, মুজিবরের পুত্র তুহিন গংরা বিভিন্ন সময় জমিতে থাকা বসত ভিটা থেকে উচ্ছেদ করার জন্য হুমকি ধামকি ও নানাভাবে ষড়যন্ত্র করতে থাকে। এবং এই জমি নিজের মালিকানা দাবী করে। এক পর্যায়ে জামাল বিশ্বাস বাদী হয়ে সাতক্ষীরা মহামান্য ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করে। যার নং- ৪৮৫/২২, তারিখ: ২২/০৩/২২। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সাতক্ষীরা নাম্বার পি-৪৮৫/৫২২ (পাট: ধারা-১৪৫ ফৌজ: কা: বি: আদেশ নং-০১, স্মারক নং-৭৫৪/ফৌজদারী)। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তালা উপজেলা ভূমি কমিশনারের কাছে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য এবং উক্ত জমিতে দখল স্বত্ত্ব অনুযায়ী শান্তিপূর্ণ বসবাস করবে বলে মহামান্য আদালত নিদ্দেশনা পাঠিয়েছেন।আদালতের নির্দেশনায় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় ১ই এপ্রিল শুক্রবার সরেজমিন পরিদর্শন করেছে। এবং তিনি শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নির্দেশ দিয়েছেন। এদিকে বসত ভিটায় থাকা অসহায় জামালের পরিবার থানা প্রশাসনের সহযোগীতা চেয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.