মোঃ নুরুজ্জামান, সম্পাদক নীলাকাশ টুডেঃ সাতক্ষীরা পানি উন্নয়ন বোডের প্রকৌশলীর নির্দেশে তাদের সন্ত্রাসী সহোযোগিরা সাতক্ষীরার আলোচিত সাংবাদিক সমাজের আলোর সম্পাদক ও মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইয়ারব হোসেনের উপর হামলা করেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১ টার দিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোডের কার্যালয়ে। এই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে নির্যাতনের শিকার সাংবাদিক ইয়ারব হোসেন বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর পরই খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম চলে আসেন। খবর পেয়ে সাতক্ষীরার কর্তব্যরত সহকর্মী সাংবাদিকরাও দ্রুত চলে আসেন। সাংবাদিক ইয়ারব হোসেনের অপরাধ হচ্ছে বেতনা নদীর সংস্কারের জন্য সরকারের বরাদ্দ দেওয়া ৬৭৬ কোটি টাকার হিসাব চাওয়া? সরকারের বরাদ্দ দেওয়া টাকা ঠিক মত কাজে লাগানো হচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তর নিতে পানি উন্নয়ন বোডের কার্যালয়ে গিয়ে ছিলেন সাংবাদিক ইয়ারব হোসেন। তিনি কেনো হিসেবে নিবেন? সরকারের টাকা সাংবাদিকের হিসেবে দেবে কেনো ওই প্রকৌশলী? তার খুঁটির জোর কতটা শক্ত সেটা হয়তো টের পেয়েছেন সাংবাদিকরা! লুটেপুটে খাবে কিছুই বলতে পারবেন না! বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও উন্নয়ন করতে কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। আর এই টাকা জনগণের কর্মচারী কতিপয় দূর্নীতিবাজ চোর এদের কাছে হিসেবে চাইলেই সন্ত্রাসী ও বাংলা সিনেমা স্টাইলে সাধারণ জনগণের বন্ধু সাংবাদিকের উপর হামলা করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকলেও কতিপয় কর্মকর্তার কারনে সরকারের বদনাম হচ্ছে। উন্নয়ন বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। জনগণের উন্নয়নে বরাদ্দের টাকা চলে যাচ্ছে কতিপয় অসাধু কর্মকর্তাদের পকেটে! তর্কের খাতিরে ধরে নিলাম সাংবাদিক ইয়ারব হোসেন মহা অপরাধ করেছেন ওনাদের কাছে হিসেবে চেয়ে। পানি উন্নয়ন বোডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলতে চাই আপনারা দূর্নীতিবাজ, না কি দূর্নীতি মুক্ত সেই বিষয়ে কথা বলতে চাই না। সাংবাদিক ইয়ারব হোসেনের প্রশ্নের উত্তর নাও দিতে পারতেন। বলতে পারতেন সাংবাদিকের কাছে আমরা কোন তথ্য দিতে পারবো না। আমরা কারো গোলাম না যে আপনারদের কাছে হিসেব দেবো! আপনি আপনার পত্রিকায় যা ভালো বোঝেন লিখুন। পত্রিকায় লিখলে কি হয়? সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা এসে সর্বোচ্চ একটু তদন্ত করলো, আপনারা যদি সচ্চ হন, ফেরেস্তা হন তাহলে যত বার তদন্ত করুক তাতে আপনাদের কিছু যায় আসার কথা না। কিন্তু জাতির বিবেক দূর্নীতিবাজদের মুখোশ উন্মোচন কারি সাংবাদিকের সাথে এমন একটি কাজ করলেন, যা ওই প্রকল্পে দূর্নীতি করেছেন অনেকটা স্পষ্ট হয়ে গেলো! সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের উচিত এই ঘটনা তদন্ত করে যদি দূর্নীতি প্রমান মেলে তাহলে তাদেরকে চাকরিচ্যুত করা ও সাংবাদিকের উপর হামলার ঘটনায় সর্বোচ্চ বিচার করা। না হলে সরকারের বদনাম হবে। আর সাধারণ মানুষ কতিপয় ব্যক্তির কারনে সরকারের বদনাম হোক সেটা চাইনা। সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে পানিতে ভেসে যাচ্ছে জনগণ, প্রকৌশলীর পকেটে ৬৭৬ কোটি টাকার উন্নয়ন! – (দয়া করে কেউ লেখাটি কপি করে নিজের নামে দেবেন না)




Leave a Reply

Your email address will not be published.