সমাজের আলো: উদ্বোধনের মাত্র এক সপ্তাহের মাথায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানি ও কানাডার নাগরিকত্বপ্রাপ্ত এক প্রবাসী ব্যক্তিকে মারধরসহ শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তবে তার বিরুদ্ধে কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, তিনি কয়েকজন কর্মচারীর ওপর হামলাসহ আসবাবপত্র ভাঙচুর করেছেন। রোববার দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার ভূঁইগঞ্জ এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে সদ্য উদ্বোধন হওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজমল হোসেন নামের ওই প্রবাসীকে পুলিশ আটক করেছে। শহরের উত্তর চাষাঢ়া এলাকার মুক্তিযোদ্ধা খাজা মোশারফ হোসেনের ছেলে কানাডা প্রবাসী আজমল হোসেন মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউনের পূর্বে অন্তঃসত্ত্বা স্ত্রী মানছুরা বেগমকে নিয়ে দেশে ফিরে আসেন। গত তিন মাস আগে তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। সম্প্রতি এই দম্পতি পুনরায় কানাডায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাই শিশুকন্যা আরিজার পাসপোর্ট করতে রোববার বেলা ১১টায় আরিজাকে নিয়ে আজমল ও তার স্ত্রী মানছুরা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান।




Leave a Reply

Your email address will not be published.