সমাজের আলো : গত ১৯ জুলাই সাতক্ষীরা থেকে প্রকাশিত কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘গরীবের চাল আত্মসাৎ করেছে ইউপি সদস্য’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সাতক্ষীরা কলারোয়ার ৫নং কেড়াগাছি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম গাজী।এক প্রতিবাদ লিপিতে ইউপি সদস্য নজরুল গাজী বলেছেন, আমাকে জড়িয়ে গণমাধ্যমকে না বুঝে ভুল তথ্য দিয়ে যে ভিডিও খবর প্রকাশিত করিয়েছেন তা সম্পূর্ণ , বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইউপি চেয়ারম্যানের বিনা অনুমতিতে জনসাধারণের কোন প্রণোদনা দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, হতদরিদ্র পরিবারের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া চাউল বিতরণের ওপর ভিত্তি করে আমার বক্তব্য ছাড়াই কিছু যুবকের বক্তব্য নিয়ে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ইউনিয়নের সচিবের সামনে ৪নং বোয়ালিয়া ওয়ার্ডের মানুষের জন্য ১৩৮ টি ভিজিডি কার্ডধারিদের ১০কেজি করে চাউল বিতরণের নির্দশ দেন৷ পরে ইউনিয়ন পরিষদে নিয়ম মেনে স্লিপ এর মাধ্যমে অন্যান্য ওয়ার্ডের বিতরণের দিন একই সাথে সচিবের নেতৃত্বে উক্ত চাল হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে৷ বিতরণের দিন ঘটনাস্থলে আমি নিজও উপস্থিত ছিলাম না। কর্মচারীদের মাধ্যমে চেয়ারম্যানের নিকট থেকে প্রাপ্ত চাল বিতরণ করা হয়৷ জাল টিপসই বা চাল আত্মসাতের কোনও ঘটনা ঘটেনি। বরং যে ২জন যুবক বক্তব্য দিয়েছেন তারা বিষয়টি জানেনই না৷ সেদিন ইউনিয়নের বরাদ্দ ছাড়াও ৪নং ওয়ার্ড বোয়ালিয়া এলাকার মানুষের কল্যাণে নিজে অর্থায়নে ৫০০ কেজি আটা, চাউল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷

প্রতিবাদকারী,
আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম গাজী, পিতা – মৃত হোসেন আলী গাজী, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য, কেড়াগাছি ইউনিয়ন কলারোয়া, সাতক্ষীরা৷




Leave a Reply

Your email address will not be published.