সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও

গ্রেফতার, এই আইনের অপপ্রয়োগ, দৈনিক প্রথম আলোর দায়িত্বহীন এবং অপেশাদারী
সাংবাদিকতার কারনে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃৃতি
দিয়েছেন সাতক্ষীরার সাংবাদিক সমাজ। বিবৃতিদাতারা হলেন, দৈনিক যুগের
বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ, জিটিভি ও
দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক
বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাতক্ষীরা জেলা
প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, জিটিভি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার
সাতক্ষীরা জেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক যায়যায়দিন পত্রিকার
সাতক্ষীরা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই, দৈনিক নতুন কন্ঠের সাংবাদিক অসীম
বরণ চক্রবর্তী, দৈনিক যুগের বার্তা পত্রিকার সিনিয়র সাংবাদিক আমিনুর
রশিদ, দৈনিক যুুগের বার্তা পত্রিকার মফস্বল সম্পাদক ও দৈনিক ঢাকা
প্রতিদিন এবং ফিনান্সসিয়াল পত্রিকার জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর
রহমান, দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি রেজাউল ইসলাম,
দৈনিক নওয়াপাড়া পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক
সকালের সময় পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস কে কামরুল হাসান,
প্রতিদিনের সংবাদ এর সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল আলিম, দৈনিক ভোরের আকাশ
পত্রিকার সাংবাদিক স.ম তাজমিনুর রহমান টুটুল, দৈনিক আমাদের কন্ঠের জেলা
প্রতিনিধি আক্তারুল ইসলাম।
সাতক্ষীরার সাংবাাদিক সমাজ মনে করে, দৈনিক প্রথম আলো অনলাইন মাধ্যমে ২৬
মার্চ আমাদের মহান স্বাধীনিতা দিবসে একজন শিশুর ছবির সাথে ভিন্ন একজনের
বক্তব্য সংযোযন করে যে ফটো কার্ড প্রচার করা হয়, সেটি সেই সংবাদপত্রের
সম্পাদক ও বার্তা কক্ষের পেশাদারি ব্যর্থতার বড় দৃষ্টান্ত। সেই ফটো
কার্ডটি দ্রুত পত্যাহার করা হলেও জনমনে বিভ্রান্তি সৃষ্টির কাজটি হয়ে
গেছে। শিশুর ছবির সাথে ভিন্ন পরিচয়ের ব্যক্তির উদ্ধৃতিটি উদ্দেশ্যমূলক
ভাবে তৈরী ও ব্যবহার করা হয়েছে বলে মনে করার যথেষ্ট কারন রয়েছে। শিশুটিকে
সাংবাদিকের আর্থিক সাহায্য দেওয়া এবং তাকে সাংবাদিকতার উপাদান হিসেবে
ব্যবহার করার বিষয়টিও পেশাদারী সাংবাদিকতার দিক থেকে গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র্র করে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে যে
ভিতিকর পরিস্থিতির সৃষ্টিকরা হয়েছে আমরা মনে করি সেটিও এড়ানো যেত।
ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের ক্ষেত্রে সাংবাদিক বা সংবাদ মাধ্যমের
বেলায় এই আইন প্রয়োগের আগে উথাপিত অভিযোগটির ‘প্রাইমা ফেসী’ ঠিক করার
জন্য তা প্রেস কাউন্সিলে পাঠানোর ব্যবস্থা করা হোক, আইনের কতিপয় ধারাটিও
সরকারের পক্ষ থেকে সংশোধন করা হোক। এ সকল ব্যবস্থা নেওয়ার আগে আইনটির
অপপ্রয়োগ বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হোক।
বিবৃতিদাতা সাংবাদিকরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, ওই সংবাদ
পরিবেশন করে উদ্ভুত পরিস্থিতির সুযোগ নিয়ে ১২টি দেশের কুটনৈতিক প্রকাশ্যে
যোথ্য বৃবিতি দেন। যা অনভিপ্রেত বলে মনে করে সাতক্ষীরার সাংবাদিক সমাজ।
এই ইসুতে বিদেশি কূটনৈতিকদের অযাচিত হস্তক্ষেপ দেশের স্বাধীনতা ও
সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের সামিল বলে মনে করে সাংবাদিক সমাজ। কেউ
অপরাধ বা ভূল করলে দেশের প্রচলিত আইনে সমাধান করার পথ খোলা রয়েছে। কিন্তু
বিদেশি কূটনীতিকরা কারনে-অকারণে যেভাবে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা
ঘামাচ্ছে তা উদ্বেগের কারন। বিদেশি কূটনীতিকরা ভিয়েনা কনভেনশন মেনে যেন
দায়িত্ব পালন করেন সেই বিষয়টিও সাংবাদিক সমাজ প্রত্যাশা করে।




Leave a Reply

Your email address will not be published.