সমাজের আলো : কুমিল্লার দুর্গাপূজা মন্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার কথিত ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে যে সা¤প্রদায়িক সহিংসতা ঘটেছে তা এক কথায় নজিরবিহীন। এই ভয়াবহ অমানবিক ঘটনায় আমরা ভীষণ ক্ষুব্ধ ও মর্মাহত। আমরা এর নিন্দা জানাই এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করছি।

বিবৃতি প্রদানকারীরা হলেন ভাষা গবেষক অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, প্রাবন্ধিক প্রফেসর মোঃ আব্দুল হামিদ, জেলা সাংস্কৃতিক পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক হেনরি সরদার, কবি ও গল্পকার পল্টু বাসার, কবি ও গল্পকার সিরাজুল ইসলাম, সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক ও গল্পকার মনিরুজ্জামান ছট্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কণ্ঠশিল্পী রোজবাবু, কবি ও প্রাবন্ধিক সৌহার্দ সিরাজ, কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী শামীমা পারভীন রতœা, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, কবি ও সম্পাদক স ম তুহিন, কবি ও গল্পকার এলিজা খাতুন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি




Leave a Reply

Your email address will not be published.