সমাজের আলো : রাজশাহীর দুর্গাপুরে অসহায় ভূমিহীনদের জন্য মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর দখলে নিতে সশস্ত্র হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত চার জন। আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা এ হামলা চালিয়ে উপহারের ঘরের টিন ও সিমেন্টের খুঁটি খুলে নিয়ে গেছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের। আহতরা হলেন- উপজেলার জয়নগর ইউনিয়নের নোনামাটিয়াল এলাকার মৃত আব্দুল সালামের ছেলে আতাউর রহমান (২৭), আতাউরের মা ফাতেমা বেগম (৬০), ভাতিজা তৌহিদুল ইসলাম সজীব (২০) ও বড় ভাবি মোছা. সুরমা (৩৬)। আর অভিযুক্তরা হলেন- জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল রশিদ, তার দুই ছেলে যুবলীগ নেতা মো. ফারুক ও আশিক, আব্দুস ছাত্তারের ছেলে পাপুল, এলাহী বক্সের ছেলে মিঠুন এবং দেদার মণ্ডলের ছেলে জালাল উদ্দিন। তারা সবাই যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোনামাটিয়াল এলাকায় চার অসহায় পরিবারকে দেয়া হয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিন তদন্ত করে তাদের জন্য ঘর বরাদ্দ দেন। পরিবারগুলোর জন্য সরকারি জায়গায় ঘর নির্মাণ করে দেয়া হলে সেখানে রাস্তার জন্য বিপত্তি বাধে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের। ভুক্তভোগীরা জানান, সরকারি জমির ওপর দিয়ে রাস্তা প্রশস্ত করতে থাকেন আওয়ামী লীগ নেতা আব্দুল রশিদ ও তার লোকজন। তাতে বাধা দিলে গত শুক্রবার দুপুরে ১০-১৫ জন ক্যাডার নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।

হামলায় আহত আতাউর রহমান বলেন, বাড়ি ভেঙে রাস্তা নিতে চায় প্রভাবশালী চক্রটি।




Leave a Reply

Your email address will not be published.