সমাজের আলো : দেশ বা দেশের বাইরে ভ্রমণে গেলে মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর বাধ্যবাধকতা রয়েছে সচিবদের। বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন কমিটিতে রাখতে মন্ত্রণালয় এবং বিভাগগুলোকে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি নিতে হয়। প্রশাসনে এ ধরনের নীতিমালাগুলো মানার ক্ষেত্রে দেখা দিয়েছে বেজায় অনীহা।

এমনকী কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী চাওয়া হলেও এ বিষয়েও নেই খুব একটা সাড়া।প্রশাসনের কর্মকর্তাদের নিয়ম-কানুন মানার প্রতি এ অনীহায় একদিকে যেমন দেখা দিচ্ছে সমন্বয়হীনতা, অন্যদিকে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সরকারি কাজ-কর্মে। এজন্য সম্প্রতি নিয়ম মানতে কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ।

জানা যায়, কোথাও ভ্রমণের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর কথা থাকলেও সেই নিয়ম মানছেন না সরকারের সিনিয়র সচিব থেকে শুরু করে অন্য সচিবরা। তাই সচিবদের দেশের ভেতরে ও বাইরে ভ্রমণের তথ্য আবশ্যিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.