বাচ্চু /শহিদুল আশাশুনি: বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারহেনস হোস বলেছেন-বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগনের ঘুরে দাড়ানোর জন্যে ৩০০ ইউরো প্রদান করেছে জার্মান সরকার। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলগুলি বেশ ঝুঁকিপূর্ণ। আমরা জার্মান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের দুর্যোগপ্রবন সকল এলাকার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাড়তি সহায়তা হিসেবে আম্পানে ক্ষতিগ্রস্ত ৬ হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা বরাদ্দ করা হয়েছে। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক ও এলাকার বীর মুক্তিযোদ্ধারা ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা প্রস্তুত করেছেন। ইতোমধ্যে আশাশুনি, শ্যামনগর ও দেবহাটা উপজেলায় ১ম পর্যায়ে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ (শনিবার) আশাশুনিতে ক্ষতিগ্রস্ত ২২ শত পরিবারের মাঝে খাদ্য সরবরাহ করা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মজবুতকরণের লক্ষ্যে সবচেয়ে বড় একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। গতকাল আশাশুনির শ্রীউলার মাড়িয়ালা মোড়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ কালে উপরোক্ত কথাগুলি বলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারহেনস হোস। শনিবার সকালে উপজেলার মাড়িয়ালা বাজার মোড়ে ২৫০০ পরিবারের মাঝে ২৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, সাবান ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরন করেন। এসময় তার সঙ্গে ছিলেন এনএসআই এর ডিডি জাকির হোসেন, সহকারী পুলিশ সুপার (দেবহাটা) আলহাজ¦ ইয়াছিন আলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল,প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.