রবিউল ইসলাম: শ্যামনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমুহের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ‘স্লিপ’ ফান্ড হতে সাতাশ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলা শিক্ষা অফিসকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কতৃক ২০১৯-২০ অর্থ বছরে প্রদত্ত বরাদ্দ হতে বিশাল অংকের ঐ টাকা তসরুপ করে। কৌশল হিসেবে সংশ্লিষ্টরা ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা মেশিন সরবরাহ করলেও বাজারের তুলনায় কাগজ কলমে তার মুল্য চার গুন বেশি দেখানো হয়। তুঘলকি এমন কান্ডের পরও শুরু থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ পরিচালনা পর্ষদের সদস্যরা সঙ্গত কারণে মুখে কুলুপ আটে। তবে সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের সাথে শিক্ষক নেতাদের বিরোধ তৈরী হলে বিষয়টি প্রকাশ্যে আসে। উপজেলা শিক্ষা কমিটির জ্ঞাতসারে সমগ্র বিষয়টি ঘটলেও তা নিয়ে অজ্ঞাত কারনে কেউ কোন উচ্চবাচ্য পর্যন্ত করেনি। শিক্ষা অফিস সুত্রে জানা গেছে শ্যামনগর উপজেলার ১৯১ সরকারি প্রাথমিক বিদালয়ের মধ্যে ১৫১ প্রতিষ্ঠানের জন্য ২০১৯-২০ অর্থ বছরে স্লিপ ফান্ডে প্রায় ৯৫ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। শিক্ষার্থী সংখ্যা অনুসারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বিদ্যালয়সমুহ সর্বনি¤œ চল্লিশ থেকে সর্বোচ্চ নব্বই হাজার টাকার বরাদ্দ পায়। অভিযোগ উঠেছে ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা মেশিন সরবরাহের অজুহাতে সিন্ডিকেট সাতাশ লাখেরও বেশী টাকা হাতিয়ে নিয়েছে। এসময় প্রতিষ্ঠান প্রধানদের সাদা প্রত্যয়ন পত্রে স্বাক্ষর করিয়ে নেয়া হয়। কয়েকজন শিক্ষক সিন্ডিকেট এর এমন হঠকারি সিদ্ধান্তের বিরোধীতা করে রীতিমত তাদের আক্রোশের শিকার হন। হাবিবপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই ও ভৈরবনগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডলসহ অন্যরা জানান, বরাদ্দ হতে সাঁতাশ হাজার পাঁচ শত করে টাকা কেটে রাখে শিক্ষা অফিস। অজুহাত হিসেবে তারা সরকারি নির্দেশনা মতে বিদ্যালয়সমুহে ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপনের জন্য তা সরবরাহের প্রতিশ্রুতি দেয়। শিক্ষক নেতা দিনেশ মন্ডল ও ওমর ফারুকসহ অসংখ্য শিক্ষক জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা মতে স্লিপ এর সম্পূর্ণ বরাদ্দ বিদ্যালয়ের একাউন্টে জমা করার বিধান রয়েছে। পরবর্তীতে সেখান থেকে টাকা উত্তোলন সাপেক্ষে সভাপতিকে নিয়ে বাজার যাচাইপুবর্ক প্রধান শিক্ষকের ঐ মেশিন ক্রয় করার কথা। তবে সরকারি সে নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র বিশাল অংকের টাকা আত্মসাতের লক্ষ্যে শিক্ষা অফিসের পক্ষ থেকে বিদ্যালয়সমুহকে বরাদ্দ হতে সাতাশ হাজার পাঁচ শত টাকা কম গ্রহনে বাধ্য করা হয়। প্রতিষ্ঠানসমুহের ব্যাংক হিসাব পর্যালোচনা করলেও সমগ্র ঘটনাসহ বিশাল অংকের টাকা হাতিয়ে নেয়ার ঘটনার প্রশান মিলবে বলেও দাবি তাদের। অনুসন।ধানে জানা গেছে সিন্ডিকেট এর প্রভাবশালী সদস্য শিক্ষক নেতা পরিমল কর্মকার ও সিরাজুল ইসলামের মধ্যস্থতায় জেডকে টেকো (কে-৫০-এ) নামীয় প্রতিষ্ঠানের মেশিন বিদ্যালয়গুলোতে সরবরাহ করা হয়। বাজারে যার খুচরা মুল্য স্থান ভেদে ছয় হাজার আটশ টাকা পর্যন্ত ওঠা নামা করে। যদিও সিন্ডিকেট একই মেশিন সরবরাহের অজুহাতে উপজেলার ১৫১টি বিদ্যালয়ের বরাদ্দ হতে এক চল্লিশ লাখ বায়ান্ন হাজার টাকা কেটে রাখে। পরবর্তীতে কর্তনকৃত টাকার মাত্র দশ লাখ ছাব্বিশ হাজার মেশিন ক্রয়ের কাজে ব্যয় করে উদ্বৃর্ত্ত সাতাশ লাখ টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। অনুসন্ধানে জানা গেছে, ২২ নম্বর ভৈরবনগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল কতৃপক্ষের সিদ্ধান্ত না মেনে বাজার যাচাইপূর্বক ভিন্ন কোম্পানীর মেশিন ক্রয় করায় তার বিদ্যালয়ের টাকা আটকে দেয়া হয়। এক পর্যায়ে চরমভাবে অপমান অপদস্থ করার পাশাপাশি তাকে চাকরিচ্যুত করার ভয় দেখানো হয়। ফলে তিনমাস পর বাধ্য হয় তিনি শিক্ষা অফিস প্রদত্ত মেশিন গ্রহন করেন। শ্রীফলকাঠি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী জানান স্লিপ ফান্ডের টাকা হতে সাতাশ হাজার পাঁচশত টাকা কর্তনের সময় তাদেরকে সাদা স্ট্যাম্প ও প্রত্যায়ন পত্রে স্বাক্ষর করতে বলা হয়। আপত্তি জানানো হলে সহকারী শিক্ষা অফিসার আজহাররুল ইসলাম তাদেরকে ধমক দিয়ে শুধুমাত্র প্রত্যয়নে স্বাক্ষর দিতে বাধ্য করেন। এমনকি প্রত্যায়নে কী লেখা রয়েছে তা কাউকে দেখাতে দেয়া হয়নি। শিক্ষক নেতা পরিমল ও সিরাজুল ইসলামকে দিয়ে শিক্ষা অফিসের কর্তারা এসব কাজ করিয়েছে বলেও অন্যদের মত প্রধান শিক্ষক হোসেন আলীর দাবি। অভিযোগের বিষয়ে ব্যবসায়ী শিক্ষক নেতা পরিমল কর্মকার বলেন, স্লিপ এর টাকা থেকে মেশিন সরবরাহের সিদ্ধান্ত শিক্ষা অফিসের। অন্যদের মতো আমার প্রতিষ্ঠানের বরাদ্দের মধ্য থেকে সাতাশ হাজার পাঁচশ টাকা কর্তনের পর অভিন্ন মেশিন দেয়া হয়েছে। অতিরিক্ত অর্থ গ্রহনের বিষয়ে আমার কিছু জানা নেই। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হেলাল বলেন, মেশিন ক্রয় প্রক্রিযার সাথে কেউ জড়িত ছিল না। কর্তৃপক্ষ জোর করে মেশিন গ্রহণে বাধ্য করে। উপেজলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন বলেন, শিক্ষা কমিটির সাথে সভার সিদ্ধান্ত অনুযায়ী হাজিরা মেশিন সরবরাহের উদ্যোগ নেয়া হয়। মেশিনের তিন বছরের গ্যারান্টী-ওয়ারেন্টি দেয়ায় তাদেরকে দিতে অতিরিক্ত অর্থ নেয়া হয়




Leave a Reply

Your email address will not be published.