সমাজের আলো : বংশ মর্যাদা রক্ষায় প্রেমিক পরিবারের পক্ষে শালিসীতে প্রেমিকাকে অস্বীকার করায় রাগে, দু:খে ক্ষোভে ও লোক লজ্জায় প্রেমিকা প্রিয়া দাস (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে খুলনার পাইকগাছা পৌর এলাকায়। সে পাইকগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ড এলাকার বাবুলাল দাস’র মেয়ে। থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের সুবির দাশের ছেলে রাজু দাশ’র সাথে প্রিয়ার দীর্ঘ দিন যাবত প্রেমজ সম্পর্ক চলছিল। সর্বশেষ তাদের সম্পর্কটি গভীর পর্যায়ে পৌছালে প্রিয়া তাকে বিয়ের দাবিতে একাধিকবার কৃষ্ণকাটিস্থ রাজুর বাড়িতে গিয়ে ওঠে। তাৎক্ষণিক রাজুর পরিবার বিষয়টি সামাল দিতে রাজু বাড়িতে নেই জানিয়ে কিশোরী প্রেমিকা প্রিয়াকে পরে রাজুর সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

এরপর কয়েক দিন অতিবাহিত হলেও প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় সর্বশেষ বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে পুনরায় ওই তরুণী বিয়ের দাবিতে প্রেমিক রাজুদের বাড়িতে গেলে সন্ধ্যায় বিষয়টি নিয়ে জেঠুয়া এলাকার এক রাজনৈতিক নেতার ব্যবসায়ীক অফিসে শালিসী বসে। সেখানে ভুক্তভোগী প্রিয়া দাস, তার বাবা, প্রতিবেশী এক কাকা, পিসি ও রাজুর বাবা সুবির দাশসহ স্থানীয়দের উপস্থিতিতে শলিসীতে প্রিয়ার অমতে প্রেমিক রাজুর সাথে বিয়ে না হওয়ার শর্তে বাড়িতে ফেরার সিদ্ধান্ত হয়। এরপর বাড়ীতে ফিরে প্রিয়া ঐ রাতেই নিজ ঘরের আঁড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এদিকে ঘটনাটিকে ধামাচাপা দিতে কতিপয় প্রভাবশালী মহল ইতোমধ্যে বিভিন্নস্থানে দৌড়-ঝাঁপ শুরু করেছে। প্রিয়ার পরিবারকে ম্যানেজ করতেও লবিং শুরু করেছে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে।




Leave a Reply

Your email address will not be published.