জেলায় এপ্রিল মাসের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সহায়তায় পরিচালিত সাতক্ষীরা হিউম্যান রাইট ডিফেন্ডার নেটওয়ার্কের মাসিক সভা অদ্য ৩০ এপ্রিল ২০২৩ তারিখ বিকাল চারটায় উত্তরণ সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের আহবায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন নেটওয়ার্কের সদস্য প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর ড. দিলারা বেগম, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রফেসর এম ইদ্রিস আলী, প্রফেসর
পবিত্র মোহন দাস, অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, সাংবাদিক মিজানুর রহমান, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট রঘুনাথ মন্ডল, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, সাকিবুর
রহমান বাবলা, এসএম বিপ্লব হোসেন, রুহুল আমিন, আব্দুস সামাদ। সভায় গত মাসের সভার রেজুলেশন পঠন অনুমোদন এবং সিদ্ধান্তসমূহ বাচ্চাবায়ন সংক্রান্ত আলোচনা, চলতি মাসের রিপোর্ট পেশ এবং আগামী মাসে ত্রৈমাসিক এ্যাডভোকেসী সভার প্রস্তুতি সংক্রান্ত আলোচনা করেন। এছাড়া ফেব্রুয়ারী মাসের তুলনায় মার্চ মাসে অস্ভাভাবিক মৃত্যুর হার দিগুন (ফেব্রুয়ারী ১৩টি,
মার্চ-২৬টি) হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সাতক্ষীরায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী সম্বলিত প্রেস বিজ্ঞপ্তি এবং এ বিষয়ে সাতক্ষীরায় সাংবাদিকদের মানববন্ধন, সাতক্ষীরার আমচাষী, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, ভেজাল ও ধুলাবালি মিশ্রিত খাদ্য বেচা কেনা বিষয়ে ক্যাবের সাথে আলোচনা করা, নিয়মিত বাজার মনিটরিংসহ ভোক্তা অধিকার বিষয়ে আলোচনা করেন। সভা পরিচালনা করেন নেটওয়ার্কের সদস্যসচিব




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *