সমাজের আলো : কলারোয়ার একড়া গ্রাম থেকে র‌্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার ও দায়েরকৃত মামলায় ১৬৪ ধারার জবানবন্দি এড়িয়ে আদালতে অভিযোগপত্র দেওয়ায় পূন:তদন্তের নির্দেশ দিয়েছেন সাতক্ষীরা দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপক্ষের উপস্থাপন ও শুনানি শেষে আগামী ধার্যদিনের মধ্যে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল লতিফ জানান, গত ২৮ মে রাতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের একড়া গ্রামের শহিদুল ইসলামের বিচলি গাদায় অবৈধ অস্ত্র রেখে প্রতিবেশি কর্তৃক তাকে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে আটক হন সোর্স দিন মজুর মুকুন্দ সানা। এঘটনায় র‌্যাব বাদী হয়ে ওই রাতেই কলারোয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। পরদিন কলারোয়া থানার ওসি নামিস উদ্দীন মৃধা আটক মুকুন্দ সানাকে সাতক্ষীরা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সালাহউদ্দীনের খাসকামরায় হাজির করে ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করান। এরপর ঘটনার সাথে বিভিন্নভাবে সংশ্লিষ্ট অর্থাৎ পরিকল্পনাকারি, অর্থ যোগানদাতা, অস্ত্র ক্রয়কারি, তাদের নিজ হেফাজতে রাখা অষ্ট্রেলিয়া প্রবাসী তৌহিদ, রুহুল আমীন, রাজ্জাক ও সাবেক সেনা সদস্য মোশারফসহ ৪জন ব্যক্তির নাম আসে ১৬৪ ধারার জবানবন্দিতে। মামলার তদন্তকারি কর্মকর্তা হাফিজুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে ৪জনকে বাইরে রেখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই অভিযোগপত্রে শুধুমাত্র গ্রেপ্তার হওয়া মুকুন্দ সানাকে অভিযুক্ত করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *