সমাজের আলো : আলিপুরে চাঁদাবাজি মামলার প্রধান আসামী প্রশান্ত কান্তি দাশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। ভুক্তভোগীর চাঁদাবাজি মামলায় বুধবার (১৯অক্টোবর) রাত ৮টায় সাতক্ষীরা থানা পুলিশ আসামীকে তার বাড়ি থেকে আটক করে, বৃহস্পতিবার (২০অক্টোবর) আসামীকে কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। মামলা সুত্রে জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী মাহমুদপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের পুত্র আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মন্টু বাদী হয়ে আলিপুর ঋষিপাড়া দুলালচন্দ্র দাশের দুই পুত্র প্রশান্ত কান্তি দাশ ও বিধান চন্দ্র দাশ, একই গ্রামের নিমাই চন্দ্রের পুত্র বিশ^জিত ওরফে সন্যাসীসহ অজ্ঞানামা ৫/৬জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-১ এ গত ১৭-১০-২০২২তারিখে মামলা করেন। আদালতের নির্দেশ অনুযায়ী ১৮-১০-২০২২ তারিখ সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ স. ম কাইয়ুম উপরোক্ত ধারায় মামলা রেকর্ড করেন। মামলা নং ৫১। মামলার বাকী দুই




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *