সমাজের আলো ঃ গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয়েছে পশ্চিম তীর। গত সোমবার (১০ মে) থেকে গাজা উপত্যকায় লাগাতার বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর গুলি, স্টান গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপে এখন পর্যন্ত ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখন পর্যন্ত অন্তত আহত হয়েছেন ৯ শতাধিক।এরমধ্যেই হামাসের রকেট হামলার জবাবে গাজায় বিমান হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১৪ মে) দিনভর ওই অভিযানে অংশ নেয় দেড় শতাধিক জঙ্গি বিমান। এসময় গাজার বিভিন্ন আবাসিক এলাকায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি লক্ষ্য করে দফায় দফায় বোমাবর্ষণ করা হয়। এতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হন। আহত হন নারী ও শিশুসহ ৫০০ জন। ক্ষতিগ্রস্ত হয় বহু ভবন ও স্থাপনা। ধ্বংসস্তূপে পরিণত হয় চারপাশ।




Leave a Reply

Your email address will not be published.