সমাজের আলো : দেশে করোনা রোগী শনাক্ত ও মৃত্যু বেড়েই চলছে। একদিনে শনাক্ত আবার দুই হাজার ছাড়িয়েছে সেই সঙ্গে বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৪ জন। করোনায় একদিনে মৃত্যুও এক মাসের মধ্যে সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হারও বেড়েছে। দেশের সীমান্তবর্তী এলাকায় করোনাভাইরাসের প্রকোপ আগে থেকেই বাড়ছিল। এবার তার সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে আশপাশের জেলাসহ সদর এলাকাগুলোও। জেলা হিসেবে সাতক্ষীরায় শনাক্তের হার ৫৫ শতাংশের উপরে।করোনা রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।এ জেলায় হাসপাতালের শয্যা বাড়ানো ও একটি হাসপাতালকে করোনা ডেডিকেটেড করার পরিকল্পনা নেয়া হয়েছে। জেলাগুলো থেকে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায় সীমান্ত জেলাগুলো থেকে পাশের জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক তথ্য অনুযায়ী শনাক্তের হার কিছুটা বেড়েছে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে। গত দুইদিনের তথ্য পর্যালোচনা করে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল ঢাকা বিভাগে শনাক্তের হার ছিল ৬ দশমিক শূন্য ৬ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ছিল ৯ দশমিক ৯৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১১ দশমিক শূন্য ১ শতাংশ, রাজশাহী বিভাগে ১৬ দশমিক ২৬ শতাংশ, রংপুর বিভাগে ২৫ দশমিক ৭৩ শতাংশ, খুলনা বিভাগে ৩৭ দশমিক ১০ শতাংশ, বরিশাল বিভাগে ১৪ দশমিক ৪৪ শতাংশ, সিলেট বিভাগে ১১ দশমিক ৫ শতাংশ।




Leave a Reply

Your email address will not be published.