সমাজের আলো : ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় অভিযোগ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক। ২৬ অক্টোবর জেলার শ্যামনগর থানায় তিনি ওই অভিযোগ করেন। অভিযোগে শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামের মৃত ওমর আলীর ছেলে ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক (৭৬) উল্লেখ করেন, ‘আমি সাতক্ষীরা-৫ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করে আসছি। এছাড়া আমি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা সংগঠক হিসেবে কাজ করেছিলাম। আমি একজন গেজেটধারী বীর মুক্তিযোদ্ধা। গত ২৫-১০-২০২১ তারিখ রাত ৭.৩০টায় আমার দৃষ্টিগোচর হয়েছে যে, শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের মৃত আবুল কালাম ও মোছা: রেহানা বেগম দম্পতির ছেলে REZWANUL AZAD NIPUN কালিগঞ্জ থানাধীন ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হারাধন মুখার্জীর ছেলে সঞ্জল মুর্খাজীর সহযোগীতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ষড়যন্ত্রমূলকভাবে একটি ফোন আলাপন সাজিয়ে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে আমার মান, সম্মান ক্ষুণœ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রেজওয়ানুল আজাদ নিপুনের ফেসবুক একাউন্টের লিংক https://www.facebook.com/reewanul.a.nipum. এই ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচারের উদ্দেশ্যে প্রণোদিত ছাড়া কিছুই নয়। উক্ত REZWANUL AZAD NIPUN এলাকার বাইরে থেকে মনগড়া ইচ্ছামত মন্তব্য দিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ করায় ডিজিটাল নিরাপত্তা আইনের প্রচলিত ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য থানায় স্মরণাপন্ন হ’লাম। এদিকে থানার পুলিশ অভিযোগটি আমলে নিয়ে সাধারণ ডায়েরীভুক্ত করেছেন বলে জানা গেছে। যার নং ১৩৬৬, ।




Leave a Reply

Your email address will not be published.