সমাজের আলো : সাতক্ষীরা কলারোয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে ঢাকা হাজীর বিরিয়ানিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর খাদ্য ফ্রিজে দীর্ঘদিনের পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে হোটেল মালিক সাইফুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানটি পরিচালনা করেন কলারোয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন৷

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশ্ববর্তী এলাকার ঢাকা হাজি বিরিয়ানির রান্নাঘরের ফ্রিজ থেকে পলিথিনে রাখা দীর্ঘদিনের পঁচা মাংস ও অস্বাস্থ্যকর ময়লা যুক্ত বিরিয়ানি খাদ্য উদ্ধার করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা হাজি বিরিয়ানির মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন বলেন, দীর্ঘদিন যাবৎ অসাধু উপায়ে ক্রেতাদের নিকট অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা হাজীর বিরিয়ানিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর খাদ্য ফ্রিজের পলিথিনে রাখা দীর্ঘদিনের মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধু হোটেল মালিক সাইফুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে৷




Leave a Reply

Your email address will not be published.