মণিরামপুর( যশোর)প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালী জাতির মুক্তির দিশারি। বঙ্গবন্ধুর ডাকে পাকিস্থানের শোষক গোষ্ঠীর হাত থেকে মুক্তি পেতে এদেশের কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও জাতি র্ধম-বর্ণ নির্বিশেষে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিলো। বঙ্গবন্ধুর বিচক্ষণ নেতৃত্ব মাত্র ৯ মাসে এদেশ স্বাধীন হয়েছিলো। এজন্য বঙ্গবন্ধুকে জীবনের অধিকাংশ সময় কারাভোগ করতে হয়েছে। রোববার বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের শয়লা হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম আব্দুল হাকিম সরদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর ফাইনাল খেলার শুভ উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। আব্দুল হাকিম স্মৃতি সংসদের আয়োজনে বিশিষ্ট্য সমাজসেবক শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মরহুম হাকিম সরদারের সুযোগ্য পুত্র চালুয়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান মরহুম আব্দুল হাকিম সরদারের পুত্র স্বাচিপ নেতা ডাঃ আব্দুল আজিজ সরদার, মনিরামপুর উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় আমিনপুর ফুটবল একাদশ বনাম কালারহাট ফুটবল একাদশের মধ্যেকার খেলায় আমিনপুর একাদশ ১-০ গোলের ব্যবধানে কালারহাট ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জণ করে।




Leave a Reply

Your email address will not be published.