যশোর প্রতিনিধি ঃ আজ শুক্রবার সকালে যশোর বাদশাহ ফয়সাল ইনষ্টিটিউট (কেন্দ্রীয় ঈদগাহ ময়দান) মাঠে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২২ যশোর জেলা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদককে চিরতরে দূর করতে খেলাধুলা তথা ক্রীড়ার কোন বিকল্প নেই।তিনি বলেন সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য আমাদের প্রত্যেকেরই খেলার সাথে যুক্ত থাকা প্রয়োজন।তিনি একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।পরিশেষে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলের খেলোয়ারদের প্রতি খেলোয়ার সুলভ আচরণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন সদস্য এস এম ইয়াকুব আলী,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,
এসময় উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ কর্মকর্তা ও খেলোয়াড়, সাংবাদিকবৃন্দ। উদ্বোধনী খেলার ফলাফলঃ শক্তিশালী মনিরামপুর কাবাডি দল ৩৮-২২ পয়েন্টের বড় ব্যবধানে ঝিকরগাছা কাবাডি দলকে পরাজিত করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *